অপরাধ

মোবাইলে কথা বলার জেরে মেয়েকে হত্যা, বাবার দায়ের কোপে মাথা বিচ্ছিন্ন

মোবাইলে কথা বলার জেরে মেয়েকে হত্যা, বাবার দায়ের কোপে মাথা বিচ্ছিন্ন

প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৫, রাত ১০:৫২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অজ্ঞাত পুরুষের সাথে মোবাইলে কথা বলার কারণে ক্ষুব্ধ হয়ে মেয়েকে হত্যা করেছেন বাবা। 

মঙ্গলবার (২২ জানুয়ারি ২০২৫) বিকেলে চৌমুহনী ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। 

নিহতের নাম রানু বেগম (১৫), তিনি গ্রামের মাইনুদ্দিনের (৪২) কন্যা। 

পারিবারিক সূত্রে জানা যায়, রানু প্রায়ই অজ্ঞাত এক পুরুষের সাথে মোবাইল ফোনে কথা বলতো, যা তার বাবা মঈনুদ্দিন পছন্দ করতেন না। বারবার নিষেধ সত্ত্বেও রানু তার অভ্যাস ছাড়তে রাজি হয়নি, যার ফলে বাবার ক্ষোভ আরও বেড়ে যায়। 

মঙ্গলবার বিকেলে, রানু যখন মোবাইলে কথা বলছিল, তখন মঈনুদ্দিন পিছন থেকে ধারালো দা দিয়ে মেয়ের ঘাড়ে কোপ দেন, যার ফলে রানুর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাবাকে আটক করেছে এবং আটকের পর মঈনুদ্দিন এ হত্যার দায় স্বীকার করেছেন। নিহত রানুর মা শাহেদা বেগম জানান, মেয়েকে মোবাইলে কথা বলার কারণে তার স্বামী এই নৃশংস কাজ করেছেন। 

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মঈনুদ্দিনকে থানায় হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।