অপরাধ

ময়মনসিংহের ভারতীয় চিনি, জিরা সহ ২ সমন্বয়ক গ্রেফতার

ময়মনসিংহের ভারতীয় চিনি, জিরা সহ ২ সমন্বয়ক গ্রেফতার

প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৫, রাত ১০:৩৬

ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় নিষিদ্ধ আমদানিকৃত চিনি ও জিরার বিপুল পরিমাণ মজুদসহ ২ সমন্বয়ককে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (২২ জানুয়ারি ২০২৫) বিকেলে ফুলপুরের আমুয়াকান্দা বাজার এলাকার পয়ারী রোড থেকে ১৩৬ বস্তা মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে ১২১ বস্তা ভারতীয় চিনি, ১১ বস্তা জিরা এবং ৪ বস্তা খোলা চিনি ছিল।

গ্রেফতারকৃতরা হলেন জিল্লুর রহমান হৃদয় (২২) এবং মাসুদ রানা (২৪)।

ফুলপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল হাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহিমের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভারত থেকে চোরাচালান হয়ে আসা চিনি ও জিরার মজুদ উদ্ধার করা হয়, কিন্তু বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেফতার করা হয়।

এদিকে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই এলাকায় চোরাচালান নিয়ে নানা অভিযোগ রয়েছে।