সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
বুধবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসন এই ঘোষণাটি দেয়।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে বিএনপির উপজেলা ও পৌর কমিটির মধ্যকার সংঘর্ষের কারণে শ্যামনগর উপজেলায় উত্তেজনা বিরাজ করছিল।
গতকাল, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে, বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবিরের গ্রুপ আজ উপজেলা বাস টার্মিনালে শান্তি সমাবেশের ডাক দেয়। তবে সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের গ্রুপ তা প্রতিহত করার ঘোষণা দিলে উত্তেজনা আরও বাড়ে।
দ্বিতীয় গ্রুপের প্রতিবাদে এলাকাজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন শঙ্কায়, শ্যামনগর থানা পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষা ও অব্যাহত উত্তেজনা এড়াতে, প্রশাসন স্থানীয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
মতামত