সারাদেশ

আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি রাশেদ কবীর আখন্দ

আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি রাশেদ কবীর আখন্দ

প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৫, রাত ১০:২২

ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ডা. খালেদা আখতার, প্রাক্তন সভাপতি শুভাশীষ পাল, এবং আজীবন দাতা সদস্য দিদারুল আলম মারুফ।

এসময় নবনিযুক্ত সভাপতি মো: রাশেদ কবির আখন্দ, প্রধান শিক্ষক মোহাম্মদ আবু জামাল, সদস্য সচিব, অভিভাবক প্রতিনিধি মুমিনুল হক সরকার, শিক্ষক প্রতিনিধি মনিরুল আলম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নবনিযুক্ত সভাপতি রাশেদ কবির আখন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়।

প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন তার বক্তব্যে বলেন, এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের কার্যক্রম ও পড়াশোনার গতিশীলতা বৃদ্ধি করতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, আমাদের লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় গড়ে তোলা।

নবনিযুক্ত সভাপতি রাশেদ কবির আখন্দ তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখার জন্য আমি কঠোর পরিশ্রম করবো। শিক্ষার পরিবেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবো ইনশাআল্লাহ। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের কাজ হল পড়াশোনা করা। তোমরা মনোযোগী হয়ে পড়াশোনায় আগ্রহী হবে।

এডহক কমিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা ব্যবস্থা ও পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।