সারাদেশ

তাড়াশে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

তাড়াশে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৫, রাত ১০:১৭

সিরাজগঞ্জের তাড়াশে বুধবার (২২ জানুয়ারি) বিকেলে গাবরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক দলের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন তালম ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইউনুস আলী বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক মতিয়ার রহমান মতি। 

এছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব শাহাদৎ হোসেন সান্টু, তাড়াশ উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, তালম ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ সরকার, তালম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলামীন, মৎস্যজীবি দলের আহবায়ক গোলাম রব্বানী সরকারসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মতিয়ার রহমান মতি বলেন, শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া কৃষকদের কল্যাণে কাজ করেছেন। 

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে কৃষকদের কম খরচে অধিক ফসল উৎপাদন এবং তাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করবে।