তিস্তা নদীর সুরক্ষা ও পুনরুদ্ধারে 'তিস্তা বাঁচাও, নদী বাঁচাও' স্লোগান নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রামের সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ রাজাহাট মাঠে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ ও বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশে রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার কয়েক হাজার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা তিস্তা নদীর বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।
তারা দাবি করেন, শুষ্ক মৌসুমে উজানে পানি প্রত্যাহারের কারণে তিস্তা নদী শুকিয়ে যাচ্ছে এবং বর্ষায় অতিরিক্ত পানির কারণে নদী তীরবর্তী এলাকা ভাঙনে বিপর্যস্ত হচ্ছে।
বক্তারা ভারত সঙ্গে তিস্তা চুক্তির মাধ্যমে নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি, নদীর শাখা-প্রশাখাগুলোর সংযোগ স্থাপন ও নৌ চলাচল পুনরায় চালুর দাবি জানান।
বক্তারা আরও বলেন, নদীভাঙনের শিকার ভূমিহীন ও গৃহহীন মানুষদের পুনর্বাসন করতে হবে এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় কৃষক সমবায় ও কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তুলতে হবে।
তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান এবং প্রকল্প এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ প্রমুখ।
মতামত