ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগের পরিচালক মো. হাবেজ আহমেদ। প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ নাহা রোড জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিক উল্লাহ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বার্ষিক মিলাদ উদযাপন কমিটির সম্পাদক ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান শাহীন।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ ও নাত পরিবেশিত হয়। এরপর মিলাদ পাঠ ও মোনাজাত পরিচালিত হয়। মোনাজাতে শিক্ষার্থীদের মঙ্গল কামনা এবং জাতির সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুরস্কার বিতরণী এবং উপস্থিত সবার মাঝে খাবার বিতরণের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজন শেষ হয়। অনুষ্ঠানটি বিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ হিসেবে পালন করা হয় এবং এতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মতামত