সারাদেশ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসফ জামালপুর জেলা কমিটি তৃতীয় স্থান অর্জন করেছে

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসফ জামালপুর জেলা কমিটি তৃতীয় স্থান অর্জন করেছে

প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৫, রাত ১০:০৩

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) জামালপুর জেলা কমিটি মানবাধিকার ও সাংগঠনিক কার্যক্রম মূল্যায়ন প্রতিযোগিতায় দেশের সেরা ১০টি জেলার মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। 

এই সম্মাননা পুরস্কার গ্রহণ করেন জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব চৌধুরী স্বপন।

গতকাল ঢাকার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত "মানবাধিকার: কী ও কেন" শীর্ষক প্রশিক্ষণ, আলোচনা সভা এবং গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

জামালপুর জেলা কমিটির সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরী (ননী) এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব চৌধুরীর নেতৃত্ব ও জেলা কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দের নিরলস পরিশ্রমের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে বলে তারা জানিয়েছেন। এ অর্জনের জন্য কেন্দ্রীয় কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি ও সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসফ-এর নির্বাহী পরিচালক এম এম আব্দুল হক। প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় আইনজীবী ফোরামের প্রেসিডেন্ট সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।