হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় বাড়িঘর লুটপাটের ঘটনাও ঘটেছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কমলানগর গ্রামের নাজিম উদ্দিন শাহ (৬০) এবং জহুর আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাজিম উদ্দিন শাহ (৬০), আব্বাস উদ্দিন শিমুল (২৬), শাহেনা বেগম (৪০), পারভীন আক্তার (৪০), মাসুক মিয়া (৩৭) এবং সাবিনা বেগম (৩৬) আহত হন।
সংঘর্ষের পর আসাদ আলীর বাড়িতে লুটপাট ও ভাঙচুর চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়নি।
মতামত