সারাদেশ

ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে নাগেশ্বরীতে বাল্যবিবাহ রোধে ওরিয়েন্টেশন সভা

ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে নাগেশ্বরীতে বাল্যবিবাহ রোধে ওরিয়েন্টেশন সভা

প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৫, রাত ৯:৪০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিবাহ রোধসহ সামাজিক উন্নয়ন বিষয়ে কমিউনিটি নেতা, স্বাস্থ্যকর্মী, সমাজকর্মী, শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বেরুবাড়ী বাজার প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের উদ্যোগে এবং ইউনিসেফের অর্থায়নে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বেরুবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মো. নূরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আক্কাছ আলী।

সভায় বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর হান্নান সরকার ও আফসানা আফরোজ। বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এটি প্রতিরোধে সকল শ্রেণি-পেশার মানুষের ভূমিকার উপর জোর দেন।

ওরিয়েন্টেশন সভায় অংশগ্রহণকারীরা সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ এবং কমিউনিটির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।