সারাদেশ

মোংলায় বৃষ্টি হলেও কমেনি গরমের দাপট

মোংলায় বৃষ্টি হলেও কমেনি গরমের দাপট

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩ মে ২০২৪, বিকাল ৫:৪৮

বৈশাখের তৃতীয় সপ্তাহ ছুঁই ছুঁই। কড়া রোদে চারিদিকে যখন হাঁসফাঁস, তখন শুক্রবার (৩ মে) বিকালে মোংলায় নামল স্বস্তির বৃষ্টি। তবে আকারে ছোট এই বৃষ্টি কমাতে পারেনি গরম। বরং বৃষ্টির পানিতে তপ্ত ইট-পাথর গলে বের হওয়া গরম ছুঁয়ে যাচ্ছে প্রাণীকুলকে।
বৃষ্টির ফলে জনমনে স্বস্তি নেমে আসে; যদিও বৃষ্টির স্থায়িত্ব ছিল অল্প সময়। তীব্র তাপপ্রবাহে ধুঁকতে থাকা মানুষ বৃষ্টি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। তীব্র গরমে একটুখানি বৃষ্টিতেও স্বস্তির নিশ্বাস ফেলছে মোংলাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কেউ কেউ স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপনও করেন। মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারন অর রশিদ বলেন, চলতি সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার তথ্য আগেই দিয়েছি। আজ মোংলায় তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে বৃষ্টি নামায় মানুষ কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন। প্রসঙ্গত, গত দেড় মাস ধরে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাবপ্রবাহ। সূর্যের প্রখরতায় দিনে-রাতে প্রায় একই তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। ফলে সূর্য অস্ত গেলেও মানুষের ভোগান্তি কমছে না। রাতের বেলায়ও প্রচণ্ড গরমে সবাইকে হাঁসফাঁস করতে দেখা যায়।
আরও পড়ুন: লালপুরে জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেপ্তার
 
মুন টাইমস নিউজের এর সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন