সারাদেশ

কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম সুমনের মৃত্যুতে শোকের ছায়া

কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম সুমনের মৃত্যুতে শোকের ছায়া

প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৫, সকাল ১০:২৩ আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, সকাল ১০:২৫

বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক ও জনপ্রিয় গল্পগ্রন্থ ‘খোয়াজ খিজিরের সিন্দুক’ এবং ‘বখতিয়ার খানের সাইকেল’-এর স্রষ্টা ফয়জুল ইসলাম সুমন আর নেই।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন ফারহানা নীলা। মৃত্যুকালে তিনি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১৯৬৩ সালের ২৪ নভেম্বর ঢাকার সিদ্ধেশ্বরীতে জন্মগ্রহণ করা এই সাহিত্যিকের শৈশব ও কৈশোর কেটেছে পাবনায়। পাবনা জিলা স্কুল ও পাবনা এডওয়ার্ড কলেজে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, উইলিয়ামস কলেজ, এবং সিয়েনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

ফয়জুল ইসলাম সুমনের সাহিত্যিক জীবনের সূচনা ১৯৯৮ সালে তার প্রথম গল্পগ্রন্থ ‘নক্ষত্রের ঘোড়া’ প্রকাশের মধ্য দিয়ে। ২০১৬ সালে প্রকাশিত তার আলোচিত গল্পগ্রন্থ ‘খোয়াজ খিজিরের সিন্দুক’ পাঠকমহলে দারুণ প্রশংসিত হয় এবং প্রথম আলো বর্ষসেরা বই (১৪২২) নির্বাচিত হয়।

তার অন্যান্য উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘ঘুমতৃষ্ণা’, ‘নীলক্ষেত কেন যাই’, ‘জমিন’, ‘আয়না’, এবং একমাত্র উপন্যাস ‘বয়েজ স্কুল ব্যান্ড’। তার গল্পসংগ্রহের দুটি খণ্ড প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী।

দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। সাসেক্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভিজিটিং রিসার্চ ফেলো হিসেবেও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

তার অকাল প্রয়াণে সাহিত্যমহলসহ সর্বস্তরের মানুষ শোকাহত।