ছবি : সংগৃহীত
নীলফামারীর ডোমারে ছেলে অতুল রায়ের (৩০) ধারালো কোঁদালের আঘাতে বাবা অনিল চন্দ্র রায় (৫৮) গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (২১শে জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের আঠিয়াবাড়ি কোটপাড়া এলাকায় গ্রামে পারিবারিক কোলাহলে এ ঘটনা ঘটে। পালনোর সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছেন ছেলে অতুল।
স্থানীয় সুত্রে জানা যায়, অতুলের স্ত্রী পারিবারিক কোলাহলের কারনে রাগারাগী করেন, এসময় বাবা অনিল চন্দ্র তার বউমা কে গালাগালি করলে বাবার উপর ক্ষিপ্ত হয়ে ধারালো কোঁদাল দিয়ে মাথায় আঘাত করে অতুল। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে ছেলে অতুল চন্দ্র তার পিতাকে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী হাতে আটক হলে তারা ইউনিয়ন পরিষদে নিয়ে যান, অনিল চন্দ্রের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় সবাই তাকে পুলিশের হাতে সোপর্দ করেন।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকালে ছেলে অতুলকে আটক করা হয়। আহতের মেজো ছেলে মেজো ছেলে অনুকুল রায় বাদী হয়ে অতুল রায় ও অতুলের স্ত্রী লিপা রানী এর নামে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। আগামীকাল আদালতের মাধ্যমে অতুলকে কারাগারে পাঠানো হবে। ঘটনার পর অতুলে স্ত্রী পলাতক রয়েছে। আসামী গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
মতামত