ময়মনসিংহে ৫ দিনব্যাপী নিউজ প্রেজেন্টেশন কোর্সের আয়োজন করেছে গণমাধ্যম গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন, মিডিয়া স্টাডিজ অ্যান্ড রিসার্চ (আইএমসিএমএসআর)।
সোমবার (২০ জানুয়ারি) নগরীর মেট্রোপলিটন কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ বলেন, গণমাধ্যমের দায়িত্বশীলতার জন্য পেশাদারিত্ব বাড়ানো অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে আরও দক্ষ সংবাদকর্মী তৈরিতে সহায়তা করবে।
আইএমসিএমএসআর-এর প্রধান সমন্বয়ক এবং কোর্স এডিটর স্বাধীন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ মো. আবু সাদেক রনি।
কোর্সের প্রথম সেশন পরিচালনা করেন আইএমসিএমএসআর-এর সমন্বয়ক এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ইমরান হাসান শিমুল।
পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে ১৮ জন পেশাদার ও শিক্ষানবীশ সংবাদকর্মী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ চলাকালীন গণমাধ্যমের বিভিন্ন দিক, যেমন নিউজ উপস্থাপনা, স্ক্রিপ্ট রচনা, এবং টেকনিক্যাল দক্ষতা অর্জনের বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এ কোর্সটি স্থানীয় সংবাদকর্মীদের জন্য পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের দায়িত্বশীলতার মাত্রা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
মতামত