সারাদেশ

শেরপুরে সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম এর যোগদান

শেরপুরে সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম এর যোগদান

প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৫, রাত ১০:৪৭

শেরপুর জেলা পুলিশের নালিতাবাড়ী সার্কেলের নতুন সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেছেন আফসান-আল-আলম। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় এই নবীন কর্মকর্তাকে।

জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আফসান-আল-আলম ৩৬তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি ইতোমধ্যেই পরিচিতি লাভ করেছেন। এর আগে তিনি নরসিংদীর রায়পুরা সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নালিতাবাড়ী সার্কেলের নতুন দায়িত্ব গ্রহণের সময় এএসপি আফসান-আল-আলম শেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে তার দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেরপুর জেলা পুলিশ বিভাগের এই নতুন নেতৃত্বে সেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।