ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মো. শহীদুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতি।
সোমবার (২০ জানুয়ারি) জেলা শিক্ষক সমিতির সভাপতি এস.এম মোমতাজ উদ্দিনের নেতৃত্বে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক একেএম আজাত, সাংগঠনিক সম্পাদক একেএম জহিরুল হক, সহ-সভাপতি মো. আলা উদ্দিন (গফরগাঁও উপজেলা বাশিস সভাপতি), সদস্য সচিব মো. মুঞ্জুল ইসলাম (মুক্তাগাছা উপজেলা বাশিস), সাধারণ সম্পাদক মো. নাজমুল সোহাগ (ভালুকা উপজেলা বাশিস), শিক্ষক নেতা মাসুদ পারভেজ, রতনসহ আরও অনেকে।
শিক্ষক সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শিক্ষা বোর্ডের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
মতামত