সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মফিজুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আকতার নিতুকে (১৫ বছর দুই মাস ২০ দিন) বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তার পরিবার। বিয়ের সব আয়োজন সম্পন্ন হলেও খবর পেয়ে ন্যাশনাল হেল্প লাইনের তথ্য অনুযায়ী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ইউএনও রিগ্যান চাকমা।
ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহের সত্যতা নিশ্চিত হওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করেন। নিতুর প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে তার মা নাসরিন বেগম ও নানা মফিজুর রহমানের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও রিগ্যান চাকমা বলেন, ন্যাশনাল হেল্প লাইন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিই। প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে আইনি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পরও যদি এই পরিবার বিয়ের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, ইউএনও’র এই পদক্ষেপ শুধু একটি কিশোরীর ভবিষ্যৎ রক্ষাই করেনি, বরং এলাকার সচেতনতার জন্যও একটি উদাহরণ সৃষ্টি করেছে।
মতামত