অপরাধ

লালপুরে দিনদুপুরে ধারালো অস্ত্রের মুখে লাখ টাকা ছিনতাই

লালপুরে দিনদুপুরে ধারালো অস্ত্রের মুখে লাখ টাকা ছিনতাই

প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:৪৯

নাটোরের লালপুরে দিনদুপুরে পিকআপ থামিয়ে দুই মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের মুখে এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ঘটনাটি ঘটেছে লালপুর- বনপাড়া সড়কের ওয়ালিয়া বাজারের অদূরে। ভুক্তভোগীরা হলেন সিংড়া উপজেলার পেট্টবাংলা গ্রামের জামসেদ প্রামাণিক (৪৫) এবং রাজশাহীর বিনোদপুরের শামসুদ্দিন (৩৮)।

ভুক্তভোগী জামসেদ প্রামাণিক জানান, তারা পিকআপে করে কুষ্টিয়া, ঈশ্বরদী, লালপুর এলাকায় মাছ বিক্রি শেষে বনপাড়া যাচ্ছিলেন। ওয়ালিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলযোগে দুই অজ্ঞাত ব্যক্তি তাদের পথরোধ করে এবং পিকআপের চাবি ছিনিয়ে নিয়ে চাকু দিয়ে ভয় দেখিয়ে প্রায় ১ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এ বিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।