ময়মনসিংহ নগরীর বলাশপুর মরাখোলা এলাকা থেকে পিস্তল ও গুলিসহ বুলবুল আহমেদ সজীব (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (২০ জানুয়ারি) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামীম হোসেনের নেতৃত্বে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল এই অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পুলিশ সজীবকে আটক করে এবং তার দেহ তল্লাশী করে তার কোমরের পাশে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করে। গ্রেফতারকৃত সজীব ময়মনসিংহের কোতোয়ালী থানার বলাশপুর মরাখোলা এলাকার মৃত এমরান হোসেনের পুত্র।
এদিকে, গ্রেফতারকৃত সজীবকে পুলিশ গাড়িতে ওঠানোর সময় তার আত্মীয়-স্বজন এবং প্রায় ২০০-২৫০ জন সমর্থক ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যদের উপর আক্রমণ করে এবং সজীবকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তাদের দু'টি মাইক্রোবাস ভাংচুর করা হয়, যার আনুমানিক ক্ষতি ২ লক্ষ টাকা। হামলার শিকার হন জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ রফিকুল ইসলাম, যিনি মাথায় গুরুতর আঘাত পান।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতামত