ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ডিআইইউ ল ক্লাব’।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে এসটিসিতে এক উৎসবমুখর পরিবেশে ক্লাবটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
এছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা, প্রক্টর ও প্রভোস্ট প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, আইন বিভাগের চেয়ারম্যান নাসির আহমেদ, এবং ল ক্লাবের সভাপতি শাকিল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির জন্য এই ক্লাব একটি মাইলফলক হিসেবে কাজ করবে। ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও কর্মদক্ষতাকে আরও উন্নত করতে পারবে।
ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা বলেন, ডিআইইউ ল ক্লাব বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবের তুলনায় অনন্য উচ্চতায় পৌঁছাবে। আমি আশা করি ক্লাবটি শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা ও ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রেখে তাদের ভবিষ্যৎ উন্নয়নে কাজ করবে।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের একটি ফ্ল্যাশ মভ পরিবেশনা ছিল, যা পুরো আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে। এরপর কেক কেটে এবং একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ক্লাবের উদ্বোধনী কার্যক্রম শেষ হয়।
ডিআইইউ ল ক্লাব শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা ভবিষ্যতে তাদের একাডেমিক ও পেশাগত দক্ষতাকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা।
মতামত