তৃতীয় লিঙ্গের সাথী আক্তার গোলাপগঞ্জহাট ইজারাদার মোশারফ হোসেনের বিরুদ্ধে যৌতুক লোভ, নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে বীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় সাথী আক্তার তার সঙ্গী ও অন্যান্য হিজড়াদের নিয়ে এই সংবাদ সম্মেলনে অংশ নেন।
লিখিত বক্তব্যে সাথী আক্তার জানান, ২০১৮ সালে ইসলামী শরীয়ত মতে মোশারফের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকে মোশারফ তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি অর্থের জন্য চাপ প্রয়োগ করেন। সাথী আরও জানান, তিনি তার নিজ বাড়ি মাহাতাবপুরে থেকে গুরুমার নির্দেশে অন্যান্য হিজড়াদের সঙ্গে জীবিকা নির্বাহ করছিলেন।
সাথী আক্তার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোশারফের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বর্তমানে মোশারফ কারাগারে থাকলেও তার নির্দেশে বহিরাগত হিজড়াদের দিয়ে সাথীর ওপর হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ।
গত ১৯ জানুয়ারি দেলোয়ার ওরফে রেখা হিজড়ার নেতৃত্বে কয়েকজন বহিরাগত হিজড়া লাঠিসোটা ও অস্ত্র নিয়ে গোলাপগঞ্জে সাথীর বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। সাথী তার গুরুমা দীপালী হিজড়ার কাছে সাহায্য চাইলে দেবীগঞ্জের নেতা শিউলী হিজড়া সাথীকে রক্ষা করতে ৩০-৩২ জনের একটি দল নিয়ে ঘটনাস্থলে আসেন।
সাথী আক্তার দাবি করেন, মোশারফের সন্ত্রাসী বাহিনীর হুমকির মুখে তার জীবন বিপন্ন। তিনি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের সহায়তা কামনা করেছেন।
তিনি আরও জানান, মোশারফের নির্দেশে হুমকির ফোনকলের বেশ কয়েকটি অডিও ক্লিপ সাংবাদিকদের শোনানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল ইজারাদার মোশারফের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে সাথীর সঙ্গে ছিলেন বীরগঞ্জের প্রবীণ হিজড়া পারুলসহ অন্যান্য সঙ্গী। অভিযোগের ব্যাপারে মোশারফ এবং তার অনুসারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পাওয়া যায়নি।
মতামত