রাঙামাটির লংগদুতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় লংগদু উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের মডেল সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংগদু উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. নাছির উদ্দিন, নানিয়ারচর উপজেলার মো. মইনুল আলম মুবিন এবং রাজস্থলী উপজেলার আবু বকর।
বক্তারা বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলার প্রতিটি ঘরে কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। অংশগ্রহণকারী শিশুদের প্রতিভা সারা বিশ্বে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। এমন মহতী আয়োজনকে সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিরা।
মতামত