সিরাজগঞ্জের বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আনোয়ার হোসেনকে মারপিট ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রীরা।
অভিযুক্ত আমিরুল ইসলামকে দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে কলেজের সামনে হাইওয়ে সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
আনোয়ার হোসেনের দায়ের করা অভিযোগে জানা যায়, আমিরুল ইসলাম বেলকুচি উপজেলার চন্দনগাঁতী গ্রামের বাসিন্দা এবং কলেজের সাবেক হিসাব রক্ষক। ২০১৯ সালে কলেজটি এমপিওভুক্ত হলেও আমিরুলের বেতন সংক্রান্ত আবেদন বারবার বাতিল হওয়ায় ২০২৩ সালে তিনি পদত্যাগ করেন। তবে তার দাবি, ব্যবসার উদ্দেশ্যে তাকে ৫ লাখ টাকা দেওয়া হয়েছে।
মানববন্ধনে ছাত্রীরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে আমিরুল ইসলামকে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। সড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
মতামত