সারাদেশ

নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ওরিয়েন্টেশন সভা

নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ওরিয়েন্টেশন সভা

প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:৩৭

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কমিউনিটি নেতা, স্বাস্থ্যকর্মী, সমাজকর্মী, শিশু ফোরামের সদস্য ও যুব ফোরামের সদস্যসহ স্থানীয় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় কালিগঞ্জ জনতা যুব উন্নয়ন সংস্থা প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের (স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ) আয়োজনে এবং ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াজুল হক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী মনিরুজ্জামান ও এনজিও কর্মী আশরাফুল আলম।

এছাড়া এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর আফসানা আফরোজ ও হান্নান সরকার সভায় বক্তব্য রাখেন।

বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাজে সচেতনতা বৃদ্ধি এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন তাঁরা।

এ ধরনের ওরিয়েন্টেশন সভা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।