সারাদেশ

কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে ফায়ার সার্ভিসের ৮৬০০ লিটার পানি সরবরাহ

কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে ফায়ার সার্ভিসের ৮৬০০ লিটার পানি সরবরাহ

প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:২১

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে টানা দু’দিন পানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছিলেন রোগী ও তাদের স্বজনরা। পরিস্থিতি সামাল দিতে রোববার রাতে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের একটি ট্যাংকার থেকে ৮ হাজার ৬০০ লিটার পানি হাসপাতালের পানির ট্যাংকিতে সরবরাহ করা হয়। এতে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের জন্য কিছুটা স্বস্তি আসে। এই উদ্যোগের জন্য কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষসহ রোগী ও তাদের স্বজনরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ফায়ার সার্ভিসের এ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।

হাসপাতালের (ভারপ্রাপ্ত) তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম জানান, ছয়তলায় থাকা ১০ ঘোড়ার ক্ষমতাসম্পন্ন একটি মোটর ২০২০ সালে স্থাপন করা হয়েছিল। তবে সেটি প্রায়ই সমস্যার সৃষ্টি করে। এবার সেটি পুরোপুরি বিকল হয়ে যাওয়ায় হাসপাতালের পানির সরবরাহ বন্ধ হয়ে যায়। 

তিনি বলেন, মোটরটি মেরামতের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে পরিস্থিতি সামাল দিতে আমরা ফায়ার সার্ভিসের সহায়তা নিয়েছি।

"দুই দিন ধরে পানি নেই, কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে ভোগান্তিতে রোগীরা” শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। রোগীদের দুর্ভোগ লাঘবে জরুরি পদক্ষেপ হিসেবে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করা হয়।

ফায়ার সার্ভিসের এই মানবিক উদ্যোগ অসহায় রোগী ও তাদের স্বজনদের মুখে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে।