নাটোরের লালপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার সেকচিলান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ধলা হিন্দু পাড়া গ্রামের শ্রী শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), মো. রতনের ছেলে স্বপন (১৯) এবং সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের শ্রী বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন কিশোর পালসার মোটরসাইকেলে নাটোর-পাবনা হাইওয়ের ধলা এলাকায় যাওয়ার সময় সেকচিলান নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ফাঁকা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যান। আহত স্বপনকে বনপাড়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর ট্রাকচালক কৌশলে পালিয়ে যান। ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, সেকচিলান এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন কিশোর নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত