সারাদেশ

সিরাজগঞ্জে ঔষধ প্রশাসনের বিদায় ও বরণ অনুষ্ঠান

সিরাজগঞ্জে ঔষধ প্রশাসনের বিদায় ও বরণ অনুষ্ঠান

প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:১৪

সিরাজগঞ্জ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট জেলা শাখা মরুময় সরকারকে বিদায়ী সংবর্ধনা এবং নতুন ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ মামুনুর রশিদকে বরণ করেছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে এস. এস. রোডে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও ডায়মন্ড মেডিক্যাল হলের স্বত্বাধিকারী মোঃ ফখরুল ইসলাম তালুকদার রাকিব।

অনুষ্ঠানে বিদায়ী সহকারী পরিচালক মরুময় সরকারের প্রতি সম্মান প্রদর্শন এবং নতুন ড্রাগ সুপার মোঃ মামুনুর রশিদকে সাদরে গ্রহণ করেন জেলার ঔষধ ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বিসিডিএস-এর সাবেক সহ-সভাপতি গৌড় চন্দ্র ঘোষ, ইউনুস আলী, অশোক চন্দ্র ঘোষ, শ্রী কার্তিক চন্দ্র বর্মন, মোঃ জহির উদ্দিন, ফজল করিম বাবু, নিয়ামুল করিম রাব্বি এবং জেলা কমিটির বিভিন্ন সদস্যসহ ঔষধ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বিদায়ী বক্তব্যে মরুময় সরকার সিরাজগঞ্জে তাঁর অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরে বলেন, সিরাজগঞ্জের ঔষধ ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা ও সৎ মনোভাব আমাকে মুগ্ধ করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

অন্যদিকে, নতুন ড্রাগ সুপার মোঃ মামুনুর রশিদ তাঁর বক্তব্যে বলেন, আমি সিরাজগঞ্জের ঔষধ ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে কাজ করতে আশাবাদী। সবার সঙ্গে সমন্বয় রেখে ঔষধ প্রশাসনের নিয়ম কার্যকর করাই আমার প্রধান লক্ষ্য।

সংগঠনের নেতারা এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মরুময় সরকার সিরাজগঞ্জে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নতুন ড্রাগ সুপার মামুনুর রশিদকেও আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।

অনুষ্ঠানটি সম্পন্ন হয় এক সম্প্রীতি ও সহমর্মিতার পরিবেশে।