সারাদেশ

১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষক পরিমল কান্তি বড়ুয়াকে সম্মাননা

১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষক পরিমল কান্তি বড়ুয়াকে সম্মাননা

প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৫, দুপুর ১:৩৭

চট্টগ্রামের আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক পরিমল কান্তি বড়ুয়াকে সম্মাননা জানিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী অমর বড়ুয়া এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য সাংবাদিক রতন বড়ুয়া।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করে প্রাক্তন ছাত্রী শিক্ষিকা উর্মি বড়ুয়া বলেন, পরিমল স্যার শুধু একজন শিক্ষক নন, তিনি আমাদের জীবনের দিশারি ছিলেন। একইভাবে প্রশংসা করেন প্রধান শিক্ষিকা ইন্দিরা বড়ুয়া, প্রকৌশলী লিটু বড়ুয়া এবং ব্যাংক কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষিকা কাকলী বড়ুয়া, ব্যবসায়ী প্রণব বড়ুয়া টিটু, সাবেক সেনা সদস্য শ্যামল বড়ুয়া, শিক্ষক সুশীল বড়ুয়া, কানাডা প্রবাসী রত্না বড়ুয়া, বৌদ্ধ নেত্রী জয়মালা বড়ুয়া, ব্যবসায়ী রুপম বণিক এবং প্রবাসী বাসু বড়ুয়া।

পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিক্ষকের সন্তান অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিউটন বড়ুয়া ও তাঁর পুত্রবধূ সমাজসেবিকা লুবনা বড়ুয়া।

বক্তারা শিক্ষকের অবদানের কথা স্মরণ করে বলেন, পরিমল কান্তি বড়ুয়া আমাদের জন্য কেবল একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের জীবনের পথপ্রদর্শক। তাঁর অনুপ্রেরণা আমাদের জীবনের ভিত্তি গড়ে দিয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষক পরিমল কান্তি বড়ুয়াকে সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করেন।

১৯৮৯ ব্যাচের এই উদ্যোগ শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কের গভীরতাকে তুলে ধরেছে এবং শিক্ষকের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।