মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় বন্দর কর্তৃপক্ষের তৃতীয় তলায় এই কার্যক্রম শুরু হয়।
সকাল থেকেই মনোনয়নপ্রত্যাশীরা কার্যালয়ের সামনে ভিড় করতে থাকেন। প্রার্থীরা কিংবা তাদের প্রতিনিধিরা কার্যালয়ে প্রবেশ করে ফরম সংগ্রহ করছেন। সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়ন ফরম সংগ্রহের সময় প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। ফরমে মোবাইল নম্বর ও পদবী স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পদভিত্তিক ফরমের মূল্য ২ হাজার ৫০০ থেকে ৮ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. নুর উদ্দিন হোসেন টুটুল জানিয়েছেন, নির্বাচন আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। মনোনয়ন ফরম সংগ্রহের শেষ সময় ২১ জানুয়ারি বিকেল ৪টা এবং জমা দেওয়ার শেষ সময় ২৩ জানুয়ারি বিকেল ৪টা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিদর্শক মো. জামাল উদ্দিন জাহিদ বলেন, আমরা সুষ্ঠু পরিবেশে মনোনয়ন সংগ্রহ করছি। আশা করি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। আমি সভাপতির পদে বিজয়ের ব্যাপারে আশাবাদী।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. মহাসীন পাটোয়ারী বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেবেন। সবাইকে রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় বিএনপি'র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম দায়িত্ব পালন করছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের এ দ্বিবার্ষিক নির্বাচন কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। আইনশৃঙ্খলা ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
মতামত