অপরাধ

হালুয়াঘাটে জমি বিরোধে নাতির ছুরিকাঘাতে নানা নিহত

হালুয়াঘাটে জমি বিরোধে নাতির ছুরিকাঘাতে নানা নিহত

প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৫, রাত ১১:১৭

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে নাতির ছুরিকাঘাতে কৃষক নানার মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত কৃষক ইসরাফিল (৪০) ঐ গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আবু রায়হান ও তার পরিবারের সাথে ইসরাফিলের বিরোধ চলছিল। সকালবেলা ইসরাফিল ধান ক্ষেতে কাজ করতে গেলে আবু রায়হান তার উপর হামলা করে। অভিযুক্ত আবু রায়হান ছুরি দিয়ে ইসরাফিলের পেটে তিনবার আঘাত করে এবং তারপর পালিয়ে যায়। গুরুতর আহত ইসরাফিলকে স্থানীয়রা উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, জমি নিয়ে পুরনো বিরোধের কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত আবু রায়হানকে গ্রেফতারের পর ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন হবে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।