সারাদেশ

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশের ১১তম স্থান অর্জন কুড়িগ্রামের তরঙ্গের

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশের ১১তম স্থান অর্জন কুড়িগ্রামের তরঙ্গের

প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৫, রাত ১১:০৪

মেডিকেল ভর্তি পরীক্ষায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অসামান্য সাফল্য অর্জন করেছে কুড়িগ্রামের তরুণ প্রতিভা তৌফিকুর রহমান তরঙ্গ। সারা দেশে ১১তম স্থান অর্জন করে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থী কুড়িগ্রামের নাম উজ্জ্বল করেছে।

উপজেলার শান্তিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান সেলিম এবং গৃহিণী মোছাঃ নাজমিন আক্তার রিতার একমাত্র সন্তান তরঙ্গের এই সাফল্যে তার পরিবার এবং এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।

তরঙ্গের বাবা হাফিজুর রহমান সেলিম জানান, ছেলের সাফল্যে আমি ভীষণ গর্বিত। সে শুরু থেকেই মেধাবী ছিল এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অর্জন সম্ভব করেছে।

তরঙ্গের মা মোছাঃ নাজমিন আক্তার রিতা বলেন, ছেলেকে ছোটবেলা থেকেই মানবিক হতে শিখিয়েছি। তার বড় স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা। আজ তার সেই স্বপ্নপূরণের প্রথম ধাপ সফল হয়েছে।

এর আগে তরঙ্গ দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় ১৫তম স্থান অর্জন করে তার মেধার পরিচয় দিয়েছিল। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় তার অসাধারণ কৃতিত্ব তাকে দেশের সেরা শিক্ষার্থীদের কাতারে দাঁড় করিয়েছে।

তরঙ্গ বলেন, এই সাফল্যের পেছনে পরিবারের অনুপ্রেরণা এবং শিক্ষকদের দিকনির্দেশনার অবদান সবচেয়ে বেশি। সকলের দোয়া ও সমর্থন পেলে আমি দেশ সেরা ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবো।

তরঙ্গের এই অর্জনে এলাকাবাসী গর্বিত। তার সাফল্যে শুভেচ্ছা জানাতে অনেকেই তার বাড়িতে ভিড় জমিয়েছেন। তরঙ্গ তার এলাকায় শিক্ষার্থীদের জন্য একটি রোল মডেল হয়ে উঠেছে।

এমন একটি মেধাবী শিক্ষার্থীর সাফল্য শুধু কুড়িগ্রামের নয়, পুরো দেশের গর্ব। তরঙ্গের ভবিষ্যৎ সাফল্যের জন্য তার পরিবার এবং এলাকাবাসী দোয়া করছেন।