সারাদেশ

বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম নিয়ে চট্টগ্রামে জরুরি প্রস্তুতি সভা

বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম নিয়ে চট্টগ্রামে জরুরি প্রস্তুতি সভা

প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৫, রাত ১০:৫৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী প্রস্তুতি সভা চট্টগ্রাম-১২ (পটিয়া) নির্বাচনী এলাকায় আয়োজন করা হয়েছে। 

রবিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম শহরের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল-এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে গাজী মুহাম্মদ জুয়েল বলেন, বিএনপি সবসময়ই জনগণের সঙ্গে রয়েছে এবং থাকবে। সদস্য নবায়ন কার্যক্রমের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা হবে।

সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম, চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার, এবং সাংবাদিক মোঃ হাসানুর জামান বাবু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির, পটিয়া উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব আবু বক্কর রায়হান, যুবদল নেতা মাইমুনুল ইসলাম মামুন, এবং স্বেচ্ছাসেবক দলের নেতারা।

সদস্য নবায়ন কার্যক্রমের মাধ্যমে বিএনপি পটিয়ার গণমানুষের সাথে সংযোগ আরও গভীর করবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।