শীতার্ত মানুষের কষ্ট লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) বরিশাল জেলা। তাদের উদ্যোগে পরিচালিত “Winter Warmth Phase 3” প্রকল্পের বিভিন্ন ধাপে অসংখ্য শীতার্ত মানুষ পেয়েছে উষ্ণতার স্পর্শ।
প্রকল্পের প্রথম ধাপে বরিশালের ৩০ গোডাউনে এক বৃহৎ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়, যেখানে প্রায় ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপে গৌরনদী উপজেলা টিম আরও ৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে।
তৃতীয় ধাপে বরিশাল জেলার ভলান্টিয়াররা রাতের অন্ধকারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। চতুর্থ ধাপেবরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় আরও ৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রকল্পের লিডার আবুল হাসনাত কাইউম বলেন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল জেলার উদ্যোগে তৃতীয়বারের মতো সফলভাবে ‘Winter Warmth’ প্রজেক্টটি সম্পন্ন হয়েছে। প্রকল্পের প্রতিটি ধাপে আমরা শীতার্ত মানুষদের সহানুভূতির উষ্ণতা পৌঁছে দিতে কাজ করেছি। ভবিষ্যতেও এমন উদ্যোগ গ্রহণ করার প্রত্যাশা করছি।
বরিশাল জেলার ভাইস-প্রেসিডেন্ট রিংকু হোসেন বলেন, আমাদের এই প্রচেষ্টা সফল হয়েছে স্বেচ্ছাসেবকদের কঠোর পরিশ্রম ও সাধারণ মানুষের সহযোগিতার মাধ্যমে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই অনুভূতি সত্যিই অসাধারণ।
“Winter Warmth” প্রকল্পের মাধ্যমে ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল জেলা প্রমাণ করেছে যে, মানবতার সেবায় একসঙ্গে ছোট ছোট উদ্যোগ গ্রহণ করেও বিশাল পরিবর্তন আনা সম্ভব। আগামী দিনে তাদের আরও বৃহৎ মানবিক উদ্যোগ গ্রহণের প্রত্যাশা রইল।
মতামত