সারাদেশ

বেলকুচিতে নিখোজের তিনদিন পর যমুনা নদী থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

বেলকুচিতে নিখোজের তিনদিন পর যমুনা নদী থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৫, রাত ১০:১৩

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর  যমুনা নদীর শাখা থেকে আবু বক্কার সিদ্দিক আবির (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে বেলকুচি উপজেলার  দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা গ্রামের যমুনা নদীর শাখা থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

 সোমবার দুপুরে ২০ই জানুয়ারি এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলকুচি থানার তদন্ত ওসি আব্দুল বারিক। 

আবু বক্কার সিদ্দিক আবির  বেলকুচি পৌর  এলাকার চালা কলেজ পাড়া গ্রামের আব্দুল্লাহ দালালের ছেলে ও মুকুন্দগাঁতি হাফিজিয়া  মাদ্রাসার ছাত্র।

বেলকুচি থানার তদন্ত ওসি আব্দুল বারিক জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে মেঘুল্লা এলাকায়  যমুনা নদীতে একটি মরদেহ ভেসে উঠেছে। ওই সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও নৌ পুলিশের একটি দল ঘটনাস্থালে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে । এ ব্যাপারে  আইনী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে । তিনি আরও জানান এর আগে গত শুক্রবারে আবু বক্কার বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্য যাত্রা করে। মাদ্রাসা থেকে আর  ফিরে না আসায় পরিবার তার খোঁজ করেন। অনেক খোঁজাখুজির পর ছেলের কোন হদিস  খবর না পেলে তার বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আজ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।