দিনাজপুরের বিরামপুরে মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বিরামপুর উপজেলার দিওড় গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে শাহজাহান মিয়া।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, রায়ের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
মতামত