সারাদেশ

নতুন ইউএনও’র সাথে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নতুন ইউএনও’র সাথে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:৫৯

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ শাখার নেতৃবৃন্দ। 

শনিবার (২০ জানুয়ারি) এ সাক্ষাতে জামায়াত নেতারা এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে ন্যায্যতা নিশ্চিতের আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শিবগঞ্জ শাখার আমীর অধ্যাপক মাওলানা আছার উদ্দিন, বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান এবং শ্রমিক কল্যাণসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান ইউএনও’র উদ্দেশ্যে বলেন, আপনি স্বাধীনভাবে শিবগঞ্জে কাজ করবেন এবং এলাকার জনগণের সেবায় নিবেদিত থাকবেন। কোনো বৈষম্যের সুযোগ দেওয়া হবে না। কেউ আপনার কাজে বাধা দিলে আমরা তা প্রতিহত করবো।

শিবগঞ্জ শাখার আমীর মাওলানা আছার উদ্দিন বলেন, আমরা ন্যায্যতা চাই। দখলদারিত্ব, চাঁদাবাজি ও লুটপাট রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। শিবগঞ্জে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

নতুন নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, আপনাদের সহযোগিতা পেলে আমি শিবগঞ্জের জন্য কাজ করতে পারবো। এখানে কোনো ধরনের বৈষম্য সহ্য করা হবে না।

এ সাক্ষাৎকারে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয় এবং স্থানীয় উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।