সারাদেশ

পাঁচবিবিতে আশা এনজিওতে ঋণ পেতে শাখা ম্যানেজারের বিরুদ্ধে ঘুষের অভিযোগ

পাঁচবিবিতে আশা এনজিওতে ঋণ পেতে শাখা ম্যানেজারের বিরুদ্ধে ঘুষের অভিযোগ

প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে আশা এনজিওর ছাতিনালী শাখার শাখা ম্যানেজারের বিরুদ্ধে মৌসুমী ঋণ পেতে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক মোছাঃ সহিদা বেগম সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন।

রোববার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় পাঁচবিবি উপজেলা মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোছাঃ সহিদা বেগম লিখিত বক্তব্যে জানান, তিনি দীর্ঘ ১২ বছর ধরে আশা এনজিওর নিয়মিত ঋণগ্রহীতা এবং নিয়মিত ঋণ পরিশোধ করে আসছেন।

তিনি বলেন, গত ৭ নভেম্বর পূর্বের ঋণ পরিশোধ করে নতুন মৌসুমী ঋণের আবেদন করি। কিন্তু শাখা ম্যানেজার মোঃ মিজানুর রহমান ৫,০০০ টাকা ঘুষ দাবি করেন। আমি ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তিনি আমার ঋণ আবেদন প্রত্যাখ্যান করেন। এর ফলে আমি সময়মতো আলুর বীজ রোপণ করতে না পারায় প্রায় ৫০,০০০ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হই।

ভুক্তভোগী আরও জানান, ঋণ পরিশোধের পরও নতুন ঋণ না পাওয়ায় তিনি আর্থিক সংকটে পড়েছেন। তিনি শাখা ম্যানেজার ও ফিল্ড অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত শাখা ম্যানেজার মোঃ মিজানুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ স্থানীয়রা।