সারাদেশ

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে নবাগতদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে নবাগতদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ

প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৫, রাত ১২:০৩

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অধ্যক্ষ মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানা রাজিয়া, পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগ।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আশরাফুর রহমান তরুণদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। 

তিনি বলেন, একটি উন্নত, বৈষম্যহীন, মাদক-সন্ত্রাসমুক্ত এবং জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীরা প্রধান ভূমিকা পালন করবে। 

তিনি আরও যোগ করেন, বাংলাদেশকে উন্নত এবং স্বাবলম্বী দেশে পরিণত করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।

তিনি তরুণদের মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, মাদকমুক্ত জীবন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এছাড়াও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থী এবং তাদের সম্মানিত অভিভাবকগণ উপস্থিত ছিলেন।