চট্টগ্রাম-১২ পটিয়া আসনের একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী শাহজাহান জুয়েল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত পটিয়া গড়ার জন্য সকল নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।
আজ রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পর দেশে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। আজও আমাদের প্রিয় পটিয়াকে এই সকল অসৎ কর্মকাণ্ড থেকে রক্ষা করতে আমাদের সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে।
এসময় তিনি বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, যারা দলের নাম ব্যবহার করে সন্ত্রাস ও দুর্নীতির সাথে জড়িত, তাদের কবল থেকে পটিয়াকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পটিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল জলিল। প্রধান বক্তা ছিলেন সাবেক দক্ষিণ জেলা যুবদল সভাপতি বদরুল খায়ের চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শফিকুর ইসলাম, সাবেক চেয়ারম্যান মাস্টার মোঃ জসিম উদ্দীন, পৌরসভা বিএনপির নেতা মোঃ জাহেদুল হক, পৌরসভা যুবদল নেতা ইদ্রিস পানু, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ইসমাইল চৌধুরী, বিএনপির নেতাও সিডিএ সদস্য নজরুল ইসলাম, সাবেক যুবদল সভাপতি ফজলুল কাদের, সাবেক সেক্রেটারি মোঃ শফিকুর ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মিসকাত, সাবেক ছাত্রনেতা শফিউল আজম, গাজী মোঃ মনির, আবদুল বারেক, আনোয়ার হোসেন মিয়া, আবদুল করিম, সালাম ফারুকী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
মতামত