সারাদেশ

নাসিরনগরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নাসিরনগরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, রাত ১১:৫২ আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, রাত ১১:৫৪

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খাগালিয়ায় "গরীব দুঃখীর সাহায্য করো, মানব কল্যাণ ফাউন্ডেশন গড়ো" স্লোগানকে সামনে রেখে খাগালীয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে সংগঠনটি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানটি মুফতী জাকির হোসেন জামশেদীর কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে আরেফিন সজীবের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন তার বক্তব্যের শেষাংশে উপস্থিত সকলকে উদাত্ত্ব আহ্বান জানিয়ে বলেন, আমরা সকলেই নিজেদের সামর্থ্য অনুযায়ী গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াব।

এছাড়াও অনুষ্ঠানে "স্বপ্ন যাত্রা ফাউন্ডেশন" এর সভাপতি সায়মন উবায়েদ সাকিল, "রক্তের বন্ধন চাতলপাড় সংগঠন" এর সাধারণ সম্পাদক সি.কে কাউছার আহমেদসহ অন্যান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আহিল রোহান, উপদেষ্টা বাবু রামপ্রসাদ দাস, সদস্য জুলহাস মিয়া, মোঃ মেহেদী হাসান, (অনিক) আশিকুর রহমান ও ধীযেশ আশ্চর্য্য প্রমুখ।