ছবি : মুন টাইমস
নীলফামারীর ডোমারে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ সফিয়ার রহমান রতন, উপজেলা স্কাউটসের সাধারণ মোঃ হারুন অর রশীদ প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ।
ফাইনাল খেলায় অংশ নেয় ডোমার সদর ইউনিয়ন এবং বামুনিয়া ইউনিয়ন। উত্তেজনাপূর্ণ খেলায় ব ৪-০ গোলের ব্যবধানে বামুনিয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ডোমার সদর ইউনিয়ন।
খেলা শেষে চাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি এবং সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, ম্যাচ পরিচালকবৃন্দ ও উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার ও সম্মাননা স্মারক তুলে দেন পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের অতিথিরা।
মতামত