সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ও অভিভাবক দিবস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ও অভিভাবক দিবস অনুষ্ঠিত

প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, রাত ১০:২৬ আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, রাত ১২:০০

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইঞ্জিনিয়ারিং ১ম পর্বের ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ও অভিভাবক দিবস উদযাপন করা হয়েছে। 

রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাঙ্গণে শিক্ষার্থীদের বরণ করার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত।

অনুষ্ঠানে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রকৌশলী ফুড টেকনোলজি বিভাগের শিক্ষক প্রকৌশলী মো. সালাহ উদ্দিন ইউসুফ এবং ইংরেজি বিভাগের শিক্ষক সুমন আহমেদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। 

এছাড়া বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ওমর ফারুক (১ম শিফট), উপাধ্যক্ষ সেলিম আহমেদ (২য় শিফট) এবং অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের ভবিষ্যত শিক্ষা ও ক্যারিয়ার গঠনে সঠিক দিকনির্দেশনা প্রদান করা হয়।