সারাদেশ

পিতার সামনে ট্রাক্টরের ফালে ক্ষতবিক্ষত হয়ে ছেলে আব্দুল্লাহর মৃত্যু

পিতার সামনে ট্রাক্টরের ফালে ক্ষতবিক্ষত হয়ে ছেলে আব্দুল্লাহর মৃত্যু

প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:৫৩

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পিতার সামনে ট্রাক্টরের ফালে শরীর ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু হয়েছে ১৪ বছরের কিশোর আব্দুল্লাহর। 

রবিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে পূর্ব চরবলেশ্বর গ্রামে জমি চাষের সময় ট্রাক্টরের সঙ্গে দড়ি প্যাঁচানো খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আব্দুল্লাহ তার বাবা হাফিজ পঞ্চায়েতসহ আরও কয়েকজনের সঙ্গে জমির কাজ করছিলেন। হঠাৎ ট্রাক্টরের ফালে থাকা দড়িটি খুলতে গিয়ে ছেলেটি ফাঁস হয়ে যায়, ফলে তার শরীর গুরুতরভাবে আঘাত পায়। এর পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত আব্দুল্লাহ স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে