শিক্ষাঙ্গন

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ইবির ফটকে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ইবির ফটকে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:৩৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলন করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা। 

রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় সিডিউল অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী বাস আটকে তারা এ আন্দোলন শুরু করেন। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই তালা দেওয়া হয়েছে, যা ক্যাম্পাসের অভ্যন্তরে আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভের জন্ম দিয়েছে।

এদিন সকালে শ্রেণিকক্ষ বরাদ্দ নিয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম। এ সময় উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিকক্ষের ভাগাভাগি নিয়ে বিরোধ তৈরি হয়। ইতিহাস বিভাগ তৃতীয় তলার অর্ধেক দাবি করলে আরবি বিভাগের শিক্ষার্থীরা তাতে সম্মতি দেয়নি। এর ফলে উভয় বিভাগের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিকেলে প্রধান ফটকে তালা দেয়।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন যে, প্রশাসনের দুর্বলতার কারণে বারবার এমন ঘটনা ঘটছে। প্রশাসনকে বলছেন, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এ ঘটনার বিষয়ে মন্তব্য করতে পারেননি, তবে প্রক্টর জানিয়েছেন, আগামীকাল (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এটি পূর্ববর্তী কিছু ঘটনার পুনরাবৃত্তি, যেখানে দাবি আদায়ে ফটকে তালা দেওয়া হয়েছিল, এবং প্রশাসন জানিয়েছিল যে, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।