চট্টগ্রামের সাতকানিয়া আদালতের আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
আগামী ৩০ জানুয়ারি ২০২৫ ইংরেজি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
রবিবার (১৯ জানুয়ারি) সাতকানিয়া আইনজীবী সমিতির সদস্য সচিব এডভোকেট হাফিজুল ইসলাম মানিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সমিতির নির্বাচন পরিচালনার জন্য এডভোকেট আবু বক্করকে মূখ্য নির্বাচন কর্মকর্তা, এডভোকেট শাহাদত হোসাইন হিরু এবং এডভোকেট আহসান উদ্দিন কায়সারকে নির্বাচনী কর্মকর্তা করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়েছে।
এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ৮টি সম্পাদকীয় পদ এবং ৫টি নির্বাহী সদস্য পদে ভোট গ্রহণ হবে। মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের সময় ২০ ও ২১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ২২ জানুয়ারি মনোনয়ন ফরম যাচাই-বাছাই এবং পূন:বাছাই হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জানুয়ারি। একইদিনে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। ৩০ জানুয়ারি ভোট গ্রহণের পর ফলাফল ঘোষণা করা হবে।
এ বিষয়ে সাতকানিয়া আইনজীবী সমিতির সদস্য এডভোকেট রাশেদুল ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
মতামত