চট্টগ্রামের সাতকানিয়া বাজারে ফার্মেসী দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ৩ টায় সাতকানিয়া পৌরসভার মেইন রোড, দেওদিঘী বাজার ও ফুলতলা বাজারে এই অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে অংশগ্রহণকারী দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ফিজিসিয়ান্স স্যাম্পল এবং আনরেজিস্টার্ড ওষুধ খুঁজে পাওয়া যায়। এর ফলে সাতকানিয়া পৌরসভার মেইন রোডে অবস্থিত নাছির মেডিকেল হল এবং আলম মেডিকেল হলকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দেওদিঘী বাজারের মমতাজ মেডিকেল হলকে ৫ হাজার এবং ফুলতলা বাজারের তানভীর ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় অভিযানে ওষুধ ও কসমেটিক্স আইন-২০২৩ এর সংশ্লিষ্ট ধারার অধীনে সতর্কতা জারি করা হয় এবং এন্টিবায়োটিক ওষুধ বিক্রয়ের জন্য রেজিস্ট্রার মেইনটেন করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের ড্রাগ সুপার জনাব আবিদ আহসান, উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন (ভূমি) ফারিস্তা করিম জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত