চট্টগ্রামের সন্দ্বীপে বাউরিয়া গোলাম খালেক একাডেমির মাঠে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন ক্লাব কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারোয়ার্দী, বীর বিক্রম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা রশিদ ব্রাউনিয়া। সঞ্চালকের দায়িত্বে ছিলেন সংগঠনের সদস্য সরিনা কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া, বাউরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কামরুল হাসান, বাউরিয়া গোলাম খালেক একাডেমির প্রধান শিক্ষক এ কে এম নুর ছাপা, সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন, এবং জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন।
স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা রশিদ ব্রাউনিয়া বলেন, নতুন বাংলাদেশ গড়তে সন্দ্বীপের কিশোর-কিশোরীদের কাজ করতে হবে। আমাদের লক্ষ্য বাল্যবিবাহ, যৌতুক এবং মাদকমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা।
অনুষ্ঠানে কিশোর-কিশোরীদের সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরা এ কার্যক্রমকে স্বাগত জানান।
মতামত