অপরাধ

বিয়ের পিঁড়িতে বসতে বাড়ি ফিরছিলেন, পথে ধর্ষণের শিকার তরুণী

বিয়ের পিঁড়িতে বসতে বাড়ি ফিরছিলেন, পথে ধর্ষণের শিকার তরুণী

প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৩৮

বিয়ের জন্য বাড়ি ফেরার পথে ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছেন ১৮ বছরের এক তরুণী। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় গত বুধবার রাতে একটি অটোরিকশায় যাওয়ার সময় তাঁকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয়। 

এ সময় তাঁর সঙ্গে থাকা ১৭ বছর বয়সী চাচাতো বোনকেও লাঞ্ছিত ও ধর্ষণের চেষ্টা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার এই দুই তরুণী ঢাকার একটি বাসায় পরিচারিকার কাজ করতেন। বিয়ের জন্য ছুটি নিয়ে তাঁরা বাড়ি ফিরছিলেন। রাত ১১টার দিকে শায়েস্তাগঞ্জ এলাকায় বাস থেকে নেমে একটি অটোরিকশায় বাড়ির পথে রওনা দেন। পথে চালক অটোরিকশায় তিনজন অপরিচিত যুবককে তোলে। পরে নির্জন এলাকায় অটোরিকশা থামিয়ে চালকসহ চারজন মিলে ১৮ বছরের তরুণীকে ধর্ষণ করে এবং তাঁর সঙ্গীর ওপর শারীরিক নির্যাতন চালায়।

ধর্ষণ থেকে রক্ষা পাওয়া তরুণী চিৎকার করে পালিয়ে গিয়ে গ্রামবাসীর সহযোগিতা নেন এবং চাচাতো বোনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরদিন তাঁরা বাড়ি পৌঁছে ঘটনার কথা পরিবারের কাছে জানান। মানসম্মানের ভয়ে দুই দিন নীরব থাকার পর শনিবার চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন তরুণীর মা।

চুনারুঘাট থানার ওসি নূর আলম জানান, ঘটনায় জড়িত সন্দেহে পারভেজ মিয়া (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার তরুণী চিকিৎসাধীন রয়েছেন। অটোরিকশাচালকসহ চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।

ধর্ষিতা তরুণীর মা জানান, তাঁর মেয়ে বিয়ের জন্য ঢাকায় কাজ করে ১ লাখ ৫৯ হাজার টাকা জমিয়েছিলেন। এ ঘটনার পর তাঁদের সব স্বপ্ন চূর্ণ হয়েছে। ওসি নূর আলম আরও জানান, অটোরিকশাচালককে শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।