সারাদেশ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে শীতবস্ত্র বিতরণ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:২৯

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিএড কলেজ মাঠে মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা জামান বলেন, সততা, স্বাধীনতা ও মানবতার প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আমরা এ উদ্যোগ নিয়েছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি নেতা কর্নেল, সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, হারুন ও রানা, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, যুবনেতা সুরুজ ও হাসান, জেলা তরুণ দলের নেতা বাবু এবং ৮ নং ওয়ার্ড বিএনপির নেতা ফাহিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত নেতারা দলীয় ঐক্যবদ্ধতার গুরুত্ব তুলে ধরে শীতার্ত মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।