জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, কল্যাণমুখী রাষ্ট্র গঠনে তাওহিদি জনতাকে ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ হতে হবে।
ইসলামী আন্দোলনের নেতারা যে নৈতিক আদর্শের অধিকারী, তা স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মতো ব্যক্তিত্বরা মন্ত্রী থাকাকালে দুর্নীতির অভিযোগে দোষারোপ থেকে মুক্ত ছিলেন। আল্লাহভীরু নেতৃত্বই দুনীতিমুক্ত ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সক্ষম।
তিনি আরও বলেন, ইসলাম প্রতিষ্ঠিত হলে সমাজে অন্যায় ও অবিচারের কোনও জায়গা থাকবে না। তাওহিদি জনতাকে মানুষের মধ্যে এই বার্তা ছড়িয়ে দিতে হবে এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজের পর সাতকানিয়ার ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গারাঙ্গিয়া ইসলামীয়া কামিল মাদ্রাসার ১০৬তম বার্ষিক সভার প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। কৈশোরের স্মৃতি উল্লেখ করে
তিনি বলেন, এই মাদ্রাসা থেকে আমি দাখিল পাস করেছি। এটি আমার শৈশবের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। এই প্রতিষ্ঠান থেকে বহু আলেম ও গুণীজন তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন এলাকায় আসতে না পারলেও ৫ আগস্টে জালিম সরকারের পতনের পর দেশের মানুষ স্বস্তি পেয়েছে। এই বিপ্লবের চেতনা ধরে রাখতে হবে। জানবাজ তরুণদের আত্মত্যাগের জন্য মহান আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করি।
গারাঙ্গিয়া দরবারের পীর মাওলানা আনোয়ারুল হক ছিদ্দিকি মজিদি সভাপতিত্বে সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ মহিউদ্দিন, লেখক ও গবেষক আহমদুল ইসলাম চৌধুরীসহ আরও অনেকে। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আজিম।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানপ্রধান, রাজনীতিবিদ, সমাজসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই মাহফিল ও বার্ষিক সভা কল্যাণমুখী রাষ্ট্র গঠনের বার্তা ছড়িয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মতামত